হোম অন্যান্যসারাদেশ মাগুরার মহম্মদপুরে জমিজমা প্রতিপক্ষের হামলায় আহত জমির মালিক, প্রতিবাদে মিছিল সমাবেশ

মাগুরার মহম্মদপুরে জমিজমা প্রতিপক্ষের হামলায় আহত জমির মালিক, প্রতিবাদে মিছিল সমাবেশ

কর্তৃক
০ মন্তব্য 176 ভিউজ

মাগুরা অফিস :
মাগুরা মহম্মদপুরে আজ বুধবার দুপুরে জমিজমা সংক্রান্ত বিষয় বিরোধ নিষ্পত্তিকালে তদন্ত কর্মকর্তার সামনেই প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন জমির মালিক বাবলু চ্যাটার্জী’ (৪৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজ সংলগ্ন উত্তর পাশ্ববর্তী ৭৭ নং বাজার রাধানগর মৌজার এসএ ৪৪ নং খতিয়ানের ৩২ নং দাগের একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি উচ্চ আদালতের রায় ও স্থানীয় বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি লক্ষ্যে একাধিকবার শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষের লোকজন অংশ নেন। শালিশী বৈঠকে জমির বিভাজন অনুযায়ী নিস্পত্তিকৃত জায়গায় বাদী পক্ষ ঘর নির্মাণ করতে গেলে মোস্তাফিজুর রহমান গং আবারও বাধা প্রদান করেন। সেই বিষয়ের প্রতিকার চেয়ে মাগুরার জেলা প্রশাসক কার্যালয়ে সুকান্ত চক্রবর্তী বাদী হয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশনা দেন জেলা প্রশাসক কার্যালয়ের রাজষ¦ শাখা। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ মিজানুর রহমান উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার দে’ কে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নিদের্শ দেন।

বুধবার দুপুরে তদন্তের জন্য হাজির হন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে’। তার উপস্থিতিতেই প্রতিপক্ষ মোস্তাফিজুর রহমান ও তার সহোদর ভ্রাতা ও পরিবারের লোকজন খরিদ সূত্রে মালিক বাবলু চ্যাটার্জী’র উপর চড়াও হয় এবং কথাকাটাকাটির এক পর্যায়ে হামলা করে। এসময় বাবলু চ্যাটার্জী গুরুতর আহত হন। স্থাানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার প্রতিবাদে হামলাকারীদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবীতে মহম্মদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপ্না রানী বিশ্বাস, শ্রী কানু তেওয়ারী, জগন্নাথ সাহা প্রমুখ। বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এবিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন