হোম অন্যান্যসারাদেশ মাগুরার মহম্মদপুরে চব্বিশ ঘন্টায় চার জনের অস্বাভাবিক মৃত্যু

মাগুরার মহম্মদপুরে চব্বিশ ঘন্টায় চার জনের অস্বাভাবিক মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 119 ভিউজ

মাগুরা অফিসঃ

মাগুরার মহম্মদপুরে চব্বিশ ঘন্টায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার দাতিয়াদাহ গ্রামে খালা বাড়ি বেড়াতে এসে দুই বছরের শিশু কন্যা সুরাইয়া পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশু সুরাইয়া শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

মৃত সুরাইয়ার খালু সাইফুল মোল্যা জানান, দুইদিন আগে সুরাইয়া মায়ের সাথে তাদের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে সুরাইয়া ও তার মা কমেলা বেগম বাড়ির পাশে পুকুর পাড়ে বসেছিল। হঠাৎ ঘরের মধ্যে মোবাইল ফোন বেজে উঠলে মা কমেলা ঘরে চলে যায়। কিছু সময় পর কমেলা বেগম ফিরে এসে সেখানে সুরাইয়াকে দেখতে না পেয়ে চিৎকার করে। এসময় প্রতিবেশিরা পুকুরে নেমে খোঁজার এক পর্যায়ে পানির মধ্যে মৃত অবস্থায় সুরাইয়ার লাশ উদ্ধার করে।

অন্যদিকে বুধবার বিকালে ও রাতে তিনটি গ্রামে তিনজনের এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে উপজেলার আওনাড়া গ্রামে কেয়া খাতুন (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিন রাতে আকসারচর গ্রামের মাহির আহম্দে আসিফ (১৮) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। একই রাতে জাঙ্গালিয়া গ্রামের আবুল হোসেন ফকির (৬০) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

পুলিশ জানায়, বুধবার বিকালে উপজেলার দীঘা ইউনিয়নের আওনাড়া গ্রামের দুবাই প্রবাসী সজীব শেখের স্ত্রী কেয়া খাতুনের গলায় ওড়না পেঁচানো লাশ পাওয়া যায়। এরপর শ^শুর বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেয়ার লাশ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠায়।

এছাড়া উপজেলার বাবুখালী ইউনিয়নের আকসারচর গ্রামের নায়েব মোল্যার ছেলে মাহির আহম্দে আসিফ বুধবার রাতে বিষপানে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

একই রাতে উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের ভ্যানচালক আবুল হোসেন ফকির বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। সে জাফর ফকিরের ছেলে। ব্যাটারী ভ্যানে চার্জ দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন