স্পোর্টস ডেস্ক:
সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের সঙ্গে সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে এক উইকেট পেলেও ছিলেন খরুচে। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের সামনে বল হাতে এবার রয়েছে মাইলফলক স্পর্শের সুযোগ।
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক লড়াইয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী মাশরাফী বিন মোর্ত্তজা এবং কেমার রোচ। দুজনের ঝুলিতে রয়েছে ৩০ উইকেট। তাদের কেউই অবশ্য চলতি সিরিজে নেই। ২০২০ সালের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি মাশরাফী। চোটের কারণে নেই রোচ।
তালিকার তিন নম্বরে থাকা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পেয়েছেন ২৮ উইকেট। সদ্য সন্তানের বাবা হওয়া এই টাইগার ক্রিকেটারও এই সিরিজে খেলছেন না। তার ঠিক পেছনে থাকা মিরাজের সংগ্রহে ২৭ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারের সিরিজে ৩ উইকেট পেলেই মাশরাফী ও রোচের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন। টাইগার অলরাউন্ডার ৪ উইকেট দখলে নিলে এককভাবে তালিকার শীর্ষে উঠবেন।