ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা ২৭ পিচ ইয়াবা টেবলেট ও একটি হিরো মটর সাইকেলসহ ইয়াবা ব্যবসায়ী জহিরুল ইসলামকে (৩৫) আটক করেছে।
মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সামান্তা বিজিবি ক্যাম্পের টহলদল মোমিনতলা বাজারের মধ্য থেকে বাগানমাঠ গ্রামের মৃত আব্দুল খালেক ব্যাপারীর ছেলে জহুরুল ইসলাম (৩৫) কে ২৭ পিচ ইয়াবা টেবলেট ও একটি হিরো মটর সাইকেলসহ আটক করে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য, জহুরুল ইসলাম ধর্ষণ মামলা সহ একাধিক মামলার আসামি। তার পরিবারের সকল সদস্যরা এক যুগের ও বেশি বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত।