হোম অন্যান্যসারাদেশ মহাসড়ক ছেড়ে ঘরে ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত মা-মেয়ের

মহাসড়ক ছেড়ে ঘরে ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত মা-মেয়ের

কর্তৃক
০ মন্তব্য 74 ভিউজ

অনলাইন ডেস্ক :

বগুড়ার নন্দীগ্রামে বালুবোঝাই ট্রাক মহাসড়ক ছেড়ে কুড়ে ঘরে ঢুকে পড়ায় ঘুমন্ত মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে কুন্দারহাট পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন, আতেজান বেওয়া (৭০) ও তার মেয়ে কাতুলী বিবি (৪৫)।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, হেলাল নামে এক দিনমজুর নন্দীগ্রামের ওমরপুর এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জমিতে কুড়ে ঘর তোলেন। সেখানে তিনি মা কাতুলী বিবি এবং নানি আতেজান বেওয়াকে নিয়ে বসবাস করেন। পঞ্চগড় থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৩৫) পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছিল। শুক্রবার রাত আড়াইটার দিকে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে হেলালের কুড়ে ঘরের ওপর গিয়ে পড়ে। এতে ট্রাকের চাপায় ঘুমিয়ে থাকা তার নানি ও মা ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাক সরিয়ে লাশ উদ্ধার করেন। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) আটক করা হয়েছে।

ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন