হোম অন্যান্যসারাদেশ মহামারি করোনা ভাইরাসের মধ্যে, তালা উপজেলার শাহপুর নিরিবিলি বাজারে চলছে ক্লাব নির্মাণের কাজ

মহামারি করোনা ভাইরাসের মধ্যে, তালা উপজেলার শাহপুর নিরিবিলি বাজারে চলছে ক্লাব নির্মাণের কাজ

কর্তৃক
০ মন্তব্য 178 ভিউজ

নিজস্ব প্রতিবেদক :

সারা বিশ্ব যখন ব্যস্ত মহামারি করোনা ভাইরাস মোকাবেলায়, তখন তালা উপজেলার খেশরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দীন গাজীর নেতৃত্বে শাহপুর নিরিবিলি বাজারে চলছে ক্লাব নির্মাণের কাজ। তার এ কাজে এলাকাবাসি হতবাক।

রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা যায়, শাহপুর নিরিবিলি বাজারে ৫ বছর ধরে সেবামূলক কর্মকা- চলমান সেবা সংগঠন ‘আলোকিত শাহপুর’ এর সামনের দরজা ঘেঁষেই চলছে নতুন ক্লাবের ভিত্তি খোঁড়ার কাজ। ইট, বাঁশ আগেই এনে রাখা হয়েছে। ট্রলি ভরে আসছে বালু।

উপস্থিত কয়েকজনের কাছে এ ক্লাব নির্মাণের ব্যাপারে জানতে চাইলে তারা বিস্ময় প্রকাশ করেন। তারা বলেন, দেশের এ সংকটময় মুহূর্তে মেম্বরের এ কাজটি করা আদেী ঠিক হচ্ছে না। তাছাড়া স্পষ্টতই এটি আলাউদ্দীন মেম্বরের প্রতিহিংসামূলক মানসিকতারই বহিঃপ্রকাশ।

এ ব্যাপারে ‘আলোকিত শাহপুর’ এর সভাপতি, সাধারণ সম্পাদক এ প্রতিবেদককে বলেন, আমরা বিগত ৫ বছর যাবত এলাকার মানুষকে স্বাস্থ্য, শিক্ষা ও দুস্থদের বিভিন্ন রকমের সেবা দিয়ে আসছি। আমরা গন-মানুষের ভালোবাসা অর্জন করেছি।

হটাৎ আমাদের কার্যালয়ের সামনে আরেকটি সংগঠন স্থাপন প্রতিহিংসার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। এর মাধ্যমে আমাদের ক্লাবের ৩ শতাধিক সদস্য ও এলাকার শান্তিপ্রিয় সাধারণ মানুষের অনুভব’তিতে আঘাত করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন