হোম খুলনাসাতক্ষীরা মহাপরিচালকের ব্যাজে ভূষিত হলেন দেবহাটার বীরু

মহাপরিচালকের ব্যাজে ভূষিত হলেন দেবহাটার বীরু

কর্তৃক Editor
০ মন্তব্য 458 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের ব্যাজে ভূষিত হয়েছেন দেবহাটার কৃতি সন্তান ঢাকা মহানগর আনসারের ডিএমপি জোন অধিনায়ক সাহাদাত হোসেন বীরু বিভিএম।

সম্প্রতি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক জমকালো আয়োজনে সাহাদাত হোসেন বীরু কে মহাপরিচালক ব্যাজ পরিয়ে দেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩০তম ব্যাচের অফিসার সাহাদাত হোসেন বীরু সাতক্ষীরার দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের দ্বিতীয় পুত্র। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি’র উপদেষ্টা।

এবারই প্রথম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সার্বিক পারফরমেন্সের উপর ভিত্তি করে এ সম্মাননা ব্যাজ প্রদান করা হয়েছে। বাহিনীটির কর্মকর্তা-কর্মচারিদের মধ্য থেকে সাহাদাত হোসেন বীরু সহ যোগ্য ও মেধাবী ৩০ জনকে এ ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক।

উল্লেখ্য, সাহাদাত হোসেন বীরু এর আগে ২০১৯ সালে সাহসিকতার স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও রাস্ট্রীয় পদক প্রাপ্ত হয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন