হোম অন্যান্যসারাদেশ মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে ভারতে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আশাশুনি প্রতিনিধি :

মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ভারতের ক্ষমতাসীন দল বিজিপির দুই কুলাঙ্গার নেতা নূপুর শর্মা ও নাভিন জিন্দালের সর্ব্বোচ্চ শাস্তির দাবীতে আশাশুনিতে হাজার হাজার মুসলমান বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সর্বকালেরর সর্ব সেরা মুসলমানদের এ বিক্ষোভ সামাবেশের বক্তারা বলেন মহান আল্লাহর দুশমন প্রিয় রসূলের শত্রুদের বিশ্বের মাটি থেকে খতম করতে সকল মুসলিম আজ ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হয়েছে। প্রিয় নবীকে নিয়ে কটুক্তি কখনো মুসলমানরা মেনে নেয় নি আর কখনোই মেনে নেবে না। নবীকে নিয়ে যারা কটুক্তি করেছে তাদেরকে ভারত সরকার উপযুক্ত বিচার না করলে ঐ সরকারকে বাধ্য করতে মুসলিম জনতা রাজপথে আছে এবং থাকবে। আল্লাহর দুশমন ও রাসুল, কোরআনসহ ইসলামের শত্রুদের খতম করার সময় এসেছে। তাই প্রিয় রাসূলকে নিয়ে যারা বিতর্কিত মন্তব্য করেছে তাদেরকে খতম করতে রক্ত যায় যাবে জীবন যায় যাবে তবুও মুসলিমরা উপযুর্ক্ত বিচার সহ বিশ্ববাসীর কাছে মাপ না চাওয়া পর্যন্ত রাজপখে আছি থাকবো দাবী আদায় করে ঘরে ফিরবো।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজ বাদ আশাশুনির মুসলিম তৌহদি জনতার আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আশাশুনি সদর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ আবু জাহেদ আব্দুল্লাহ।

আশাশুনি রিপোটার্স ক্লাবের সহসভাপতি সাংবাদিক এম এম সাহেব আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য আশাশুনি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মহিতুর রহমান, থানা জামে মসজিদের ইমাম ও আশাশুনি সরকারি কলেজের প্রভাষক হাফেজ মোঃ বাকি বিল্লাহ, আশাশুনি থানা জামে মসজিদের সেক্রেটারী এবং আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক আসিব ইকবাল, আশাশুনি আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি,এম আল ফারুক, সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান, আশাশুনি রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ বাবলু, বর্ন টিভির পরিচালক সাংবাদিক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান বিপুল, ডেল্টা লাইফ ইন্সুরেন্স এর ম্যানেজার এম এ আব্দুল হাদী, শ্রমিক নেতা রবিউল ইসলাম নবু, ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের সেক্রেটারী কাই কাউস, যুব নেতা রবিউল ইসলাম ছোট সহ বিভিন্ন মসজিদের ইমাম মোয়ার্জেন ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ মুসল্লিগন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন