হোম অর্থ ও বাণিজ্য মন্দায় নিউজিল্যান্ডের অর্থনীতি

বাণিজ্য ডেস্ক:

কেন্দ্রীয় ব্যাংকের চড়া সুদহারের জাঁতাকলে মন্দায় ডুবে গেছে নিউজিল্যান্ডের অর্থনীতি। বৃহস্পতিবার (১৫ জুন) স্ট্যাটিস্টিকস নিউজিল্যান্ড জানিয়েছে, বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে দেশটির জিডিপি শূন্য দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে।

এবিসি নিউজ জানিয়েছে, পূর্ববর্তী ত্রৈমাসিকে জিডিপি শূন্য দশমিক ৭ শতাংশ পতনের পর, বছরের প্রথম ত্রৈমাসিকেও দেশটির জিডিপি শূন্য দশমিক ১ শতাংশ সংকুচিত হয়। ফলে টানা দুই ত্রৈমাসিকে জিডিপির পতন হওয়ায় নিউজিল্যান্ডের অর্থনীতি একটি ‘প্রায়োগিক মন্দা’র মধ্যে রয়েছে।

দেশটির অর্থনীতির এমন অবস্থা হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের চড়া সুদহার। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড (আরবিএনজেইড) মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ১২ বার তাদের বেঞ্চমার্ক সুদের হার বাড়িয়েছে, যা বর্তমানে ৫ দশমিক ৫ শতাংশ। এর হার ২০০৮ সালের পর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

বিবিসি জানিয়েছে, মহামারির পরিপ্রেক্ষিতে যে দেশগুলো প্রথমে সুদহার বাড়িয়েছে, নিউজিল্যান্ড তাদের মধ্যে একটি। এমনকি দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ দৌড়ে মার্কিন ফেডারেল রিজার্ভকেও ছাড়িয়ে গেছে। সুদের হার বেড়ে যাওয়ায় দেশটির সাধারণ মানুষের জন্য ঋণ নেয়া ব্যয়বহুল হয়ে উঠেছে।

করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বাড়িয়েছে। এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় জ্বালানি থেকে খাদ্য সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মূল্যস্ফীতির হার।

এদিকে চলতি বছরের প্রথম তিন মাসে নিউজিল্যান্ডের অর্থনীতিতে ঘূর্ণিঝড় হেল ও গ্যাব্রিয়েল এবং শিক্ষকদের ধর্মঘট প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করে বিবিসি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন