হোম খুলনানড়াইল মনোনয়ন দেরীতে ফেরত পাওয়ায় মাশরাফিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন নড়াইল-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির

মনোনয়ন দেরীতে ফেরত পাওয়ায় মাশরাফিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন নড়াইল-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির

কর্তৃক Editor
০ মন্তব্য 106 ভিউজ

নড়াইল অফিস:

নির্বাচনের ৩ দিন আগে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু নির্বাচন থেকে সরে দাড়ালেন। দেরীতে মনোনয়ন ফেরত পাওয়ায় ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন , ৭ তারিখে নির্বাচন সময় একেবারে কম এত অল্প সময় এত বড় নির্বাচন করা সম্ভব না বলে তিনি মাশরাফিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান । বুধবার(৩জানুয়ারী) সকালে নড়াইল শহরের মহিষখোলার বাসভবনে তিনি এসব কথা জানান। সৈয়দ ফয়জুল আমির গত ২৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রায়ে প্রার্থীতা ফেরত পেয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে নেমে পড়েন। নড়াইল-০২ আসনে মাশরাফি বিন মোর্ত্তজার শক্ত প্রতিপক্ষ হিসেবে তিনি আবির্র্ভূত হয়েছিলেন।

সাংবাদিক সম্মেলনে সৈয়দ ফয়জুল আমির আরো বলেন,নড়াইল-০১ আসনের এমপি কবীরুল হক মুক্তি সহ স্থানীয় নেতাদের অনুরোধ রয়েছে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য,তিনি শারীরিকভাবে ও মারাত্মক অসুস্থ্য উল্লেখ করে পরিবারের চাপে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে সৈয়দ ফয়জুল আমির বলেন,এটা ষড়যন্ত্র হলেও এই সময়ে এসে আমি কোন শক্ত কথা বলতে চাচ্ছি না। উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সংবাদ সম্মেল শেষ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন