বাণিজ্য ডেস্ক:
পাওয়ার অব শির আয়োজনে চল্লিশ বছরের বেশি বয়সী নারীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ‘#মনের কথা খুলে বলুন’ শিরোনামে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ডেইলি স্টারের আজিজুর রহমান কনফারেন্স হলে এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
পাওয়ার অব শির প্রজেক্ট প্রধান সাবিনা স্যাবির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং মানবাধিকার কর্মী এরোমা দত্ত, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, চলচ্চিত্র এবং নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার, অভিনেত্রী রুনা খান প্রমুখ ।
পাওয়ার অব শি মুলত ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের নিয়ে কাজ করে থাকে। প্যানেল ডিসকাশন অনুষ্ঠানটিতে মূলত চল্লিশ বছরের বেশি বয়সী নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। এ সময়ে স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, কিভাবে ভালো থাকা যায়, কোন কোন জায়গায় এ নিয়ে কাজ করার সুযোগ রয়েছে, এ বিষয়ে করা সরকারের কাজগুলো সামনে আনা হয়।
এসময় কয়েকজন গুণী নারীকে সম্মাননা দেয়া হয়। বিশেষ করে যারা গতানুগতিক ধারার বাইরে গিয়ে কাজ করছেন এবং সফল হয়েছেন নিজের কাজে তাদের কাজকে সম্মানিত করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
এবার পাওয়ার অব শি আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার মিশু চৌধুরী, জলতান বিডির প্রতিষ্ঠাতা নুসরাত ইসলাম, বাংলাদেশ ফ্রিল্যান্সার সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান, রিল্যাক্সি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহ্নবী রহমান, ফ্লাই ফার লেডিস পিএলসির প্রতিষ্ঠাতা ও সিইও নুসরাত জাহান অপি।
আর ইন্সপায়ারিং এন্ট্রোপেনার অ্যাওয়ার্ড পেয়েছেন ট্রিভোর প্রতিষ্ঠাতা আঁখি ভদ্র ও শ্রাবণী জলি এবং এস কে রয়েল স্টুডিওর কর্ণধার সঙ্গীতা খান।