মনিরামপুর (যশোর)প্রতিনিধি ঃ
মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজে পূবালী ব্যাংক পিএলসি মনিরামপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মনিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপন করা হয়। মনিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ বি.এম. রবিউল ইসলাম ফারুকী ও পূবালী ব্যাংক পিএলসি, মনিরামপুর শাখা ব্যবস্থাপক টি.এম. ফয়সাল আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মনিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ সমির কান্তি হালদার, পূবালী ব্যাংক পিএলসি কেশবপুর উপশাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল কাদের, অপারেশান ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক, প্রিন্সিপাল অফিসার আরিফুজ্জামান, সিনিয়র অফিসার ফেরদৌসী ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মনিরামপুর সরকারী কলেজের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।