হোম খুলনাযশোর মনিরামপুর মুফতি রশীদকে ১৭ ইউনিয়নে অবাঞ্চিত ঘোষণা করে বিএনপির বিক্ষোভ

মনিরামপুর মুফতি রশীদকে ১৭ ইউনিয়নে অবাঞ্চিত ঘোষণা করে বিএনপির বিক্ষোভ

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসচিব রশীদ বিন ওয়াক্কাসকে উপজেলার ১৭টি ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রবিবার বিকালে যশোর-৫ আসন থেকে গত ৪ ডিসেম্বর বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের সমর্থকরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদ আব্দুল হাই ও সহসভাপতি সন্তোষ স্বর। জানা গেছে, উপজেলার ১৭টি ইউনিয়নে বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হন। এরপর ইউনিয়নের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে দলিয় কার্যালয়ে সামনে সমাবেশে মিলিত হয়। এ সকল সমাবেশের আলোচনা সভায় উপজেলা-পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বিএনপির নেতারা মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে জনবিচ্ছিন্ন ও অতিথি পাখি আখ্যা দিয়ে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন। তারা মুফতি রশীদ বিন ওয়াক্কাস মনিরামপুরে একজন জনবিচ্ছিন্ন মানুষ ও তার কোন গ্রহণ যোগ্যতা নেই বলে দাবী করেন। বক্তব্যই তারা দাবী করেন, কেন্দ্রীয় নেতাদেরকে ভুল বুঝিয়ে জনবিচ্ছিন্ন রশীদকে মনিরামপুর বাসীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা কোনো অতিথি পাখিকে কোনো ভাবেই মেনে নেবে না। বিগত ১৭ বছরে হামলা-মামলার শিকার হয়েছি আমরা। শহীদ ইকবাল এসমস্ত বিএনপির নেতা-কর্মীদের খোঁজখবর রেখেছেন। আর হঠাৎ করে একজনকে বিএনপির প্রার্থী হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা বিএনপির নেতা-কর্মীদের মেনে নেওয়া সম্ভব না। গত ৪ ডিসেম্বর শহীদ ইকবালকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। তাতে বিএনপির সকল শ্রেনীর নেতা-কর্মীরা আনন্দে একত্রে হয়ে ২০দিন ধরে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে শহীদ ইকবালের জয়ের শতভাগ আশাবাদী ছিলাম। কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে হারিয়ে ফেলা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের নেতা তারেক রহমান আরও দুদিন আগে দেশে এলে হয়তো শহীদ ইকবালের মনোনয়ন পরিবর্তনের এমন ঘটনা ঘটতো না। তাই জনাব তারেক রহমানের কাছে দাবী মনিরামপুরের বিএনপিকে বাঁচাতে হলে দ্রæত শহীদ ইকবালের মনোনয়ন বহাল রেখে পুনরায় ঘোষণা করবেন। বিক্ষোভ মিছিলে স্লোগানে নেতা-কর্মীরা বলেন, হই হই রই রই রশীদ তুই গেলি কই। জনবিচ্ছিন্ন মুফতি রশীদদের অবৈধ মনোনয়ন মানি না, মানবো না। বিক্ষোভ মিছিলের নেতা-কর্মীরা যশোর-৫ আসনের বিএনপির জনপ্রিয় নেতা শহীদ ইকবাল হোসেনের দেওয়া মনোনয়ন বহাল রাখার দাবি করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন