মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার মশিয়াহাটি ডিগ্রী কলেজের ৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিশান্ত মন্ডল, সহকারী অধ্যাপক গোবিন্দ চন্দ্র বিশ্বাস, মৃনাল কান্তি বিশ্বাস, সোলাইমান হোসেন, মোহিত রঞ্জন বিশ্বাস, তপন কুমার সরকার, দীপংকর মল্লিক ও কর্মচারী দশরথ বিশ্বাসকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্পব কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক লিটন, সাধারণ সম্পাদক মাষ্টার হামিদুল ইসলাম, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম খলিলুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি মহোদয় ৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের ফুল ও ক্রেস উপহার দিয়ে সংবর্ধনা দেন।