মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
মনিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পাড়দিয়া গ্রামের মনির হোসেনের স্ত্রী রওশন আক্তার রুপা (৩০),একই গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২০), মদনপুর গ্রামের মতিয়ার মোড়লের স্ত্রী নুরজাহান বেগম, ফেদাইপুর গ্রামের আকবর আলীর ছেলে আবু সাঈদ হোসেন রুবেল, দত্তকোনা গ্রামের নওশের আলী গাজীর ছেলে আইয়ুব হোসেন, বাসুদেবপুর গ্রামের মৃতঃ চাঁন খাঁর ছেলে আবু কালাম (ঘটক) (৪২) ও দত্তকোনা গ্রামের আবুল বাশার সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (৪০)।
আসামীদের মধ্যে নুরজাহান বেগম ও আইয়ুব হোসেন সাজাপ্রাপ্ত আসামী, রওশন আক্তার রুপা ও শুভ বিশ্বাস মাদক মামলায় গ্রেফতার করা হয়। অন্য আসামীদের বিভিন্ন মামলায় আটক করা হয়েছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, আটক আসামীদের শুক্রবার জেল-হাজতে পাঠাানো হয়েছে।
এসআই অরুপ কুমার বসু, এসআই খান শাহাবুর রহমান, এএসআই মোঃ তারিকুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে এ আটক অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে।