মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকল্পে বিশেষ অবদান রাখায় মনিরামপুর থানার বাবলুর রহমান খান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার আনুষ্ঠানিকভাবে যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি দিয়ে তার হাতে সাফল্যের সার্টিফিকেট তুলে দেন। জানাযায়, বাবলুর রহমান ইতিপূর্বে ঝিকরগাছা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে জেলার শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি লাভ করেন। গত ২৮ মে তিনি ঝিকরগাছা থেকে বদলি হয়ে মনিরামপুর থানায় যোগদান করেন। ইতিমধ্যে তার সাহসী ভূমিকা ও কর্মতৎপরতায় আইন-শৃঙ্খলার বেশ উন্নতি হয়। বিশেষ করে দলমত নির্বিশেষে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে সাড়াসি অভিযান এবং অপরাধীদের আটক করে জনসাধারণের হৃদয়ে স্থান করে নেন। এছাড়া সামাজিক নিরাপত্তা রক্ষা ও থানার সার্বিক সেবামূলক কর্মকান্ডে নিরলস ভূমিকার জন্য জেলার মধ্যে ওসি বাবলুর রহমান খান শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেন। বাবলুর রহমান জানান, তার উপর অর্পিত দায়িত্ব সততা ও পেশাদারিত্বের সাথে পালন করে মনিরামপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি বধ্য পরিকর। এ ব্যাপারে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।