হোম খুলনাযশোর মনিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন- হামিদুল সভাপতি, মজনু সম্পাদক

মনিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন- হামিদুল সভাপতি, মজনু সম্পাদক

কর্তৃক Editor
০ মন্তব্য 147 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্যের দ্বিবার্ষিক অনুমোদিত এ কমিটির সভাপতি হলেন বাগডাঙ্গা-দহাকুলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র এস এম মজনুর রহমান। বাংলাদেশ শিক্ষক-কমর্চারী ঐক্য জোট যশোর জেলার সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ রাজীব মাহমুদ ২০ এপ্রিল রাতে এ কমিটি অনুমোদন করেন। বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সম্পাদক শেখ রাজীব মাহমুদ জানান, মনিরামপুর উপজেলা শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক কমিটির অন্যান্য উল্লেখযোগ্যরা হলেন, সহ-সভাপতি প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ ও মাসুদ কামাল তুষার, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক সিনিয়র শিক্ষক জি এম ফারুক আলম। জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে নবগঠিত এ কমিটি নিরলস ভূমিকা রাখবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন