হোম খুলনাযশোর মনিরামপুর উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা

মনিরামপুর উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

সকল উৎকন্ঠার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যশোরের মনিরামপুর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার যশোর জেলা জাতীয়তাবাদী দল কর্তৃক এ কমিটি অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের জেলা ও উপজেলা ইউনিট পর্যায়ে দলের কমিটির গঠনের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে যশোর জেলা জাতীয়তাবাদী দল গ্রহণ যোগ্যতা ও জনপ্রিয়তা যাচাই-বাছাই পূর্বক সিনিয়র নেতৃবৃন্দের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সকলের সর্বসম্মতিক্রমে জেলা কমিটির সদস্য সচীব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত ১৩ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি ঘোষণা দেয়া হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, সহসভাপতি জিএম মিজানুর রহমান, এ্যাড. মকবুল হোসেন, অ্যাড. মুজিবুর রহমান, অধ্যক্ষ গাজী সাত্তার ও মতলেব হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন সামছুজ্জামান শান্ত ও নাজমুল হক লিটন। সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী ও খান শফিয়ার রহমান এবং কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। এদিকে জনপ্রিয়তা ও গ্রহণ যোগ্যতার ভিত্তিতে কমিটি ঘোষণা হওয়ায় উপজেলা বিএনপি এবং দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের সাধারণ নেতা কর্মীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পরবর্তীতে এই ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দরা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন