হোম খুলনাযশোর মনিরামপুরে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ আটক ২ 

মনিরামপুরে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ আটক ২ 

কর্তৃক Editor
০ মন্তব্য 184 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে গৃহবধূ চাতাল শ্রমিক সাথী আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার ভোররাতে অভয়নগর উপজেলার শংকরপাশা এলাকার আত্মীয়র বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের জাহাতাব সরদারের ছেলে আব্দুর রশিদ মিন্টু (৫০) ও মিন্টুর ছেলে জিসান হোসেন রিফাত (২২)।
গ্রেফতার মিন্টু সাথী আক্তারের দ্বিতীয় স্বামী ও জিসান সৎ ছেলে।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সাথী আক্তারকে হত্যার ঘটনায় নিহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা করেছেন। আমরা পুলিশের কয়েকটি টিম দ্রুত অভিযান চালিয়ে রাতেই অভয়নগর উপজেলার শংকরপাশা থেকে মিন্টু ও তার ছেলে জিসানকে গ্রেফতার করেছি। গ্রেফতার বাবা ছেলেকে আজ মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।ওসি নূর মোহাম্মদ বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী  আসামিদের বসতবাড়ি  থেকে হত্যা কাজে ব্যবহৃত কুড়াল ও শীলের নোড়া (বাট্টা) উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একাধিক স্ত্রী থাকতেও চার বছর আগে দুই সন্তানের মা সাথী আক্তারকে প্রথম স্বামীর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বিয়ে করেন চাতাল মালিক মিন্টু। খাটুয়াডাঙ্গা আফতাব মুন্সির মোড়ে নিজ বাড়িতে মিন্টুর চাতাল ও চালকল আছে। সাথী মিন্টুর চাতালে কাজ করার পাশাপাশি চাতালের একটি ছোট্ট ঘরে থাকতেন। বিষয়টি মিন্টুর প্রথম স্ত্রী ও সন্তানেরা মেনে না নেওয়ায় পারিবারিক বিরোধ চলতে থাকে। সেই বিরোধের জেরে রোববার দিবাগত রাতে সাথীকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে প্রথম স্ত্রী, ছেলে ও পূত্রবধুকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় মিন্টু।
সাথীর মা আলেয়া বেগম অভিযোগ করে বলেন, কয়েকমাস আগে জমি বেচে মিন্টুকে চার লাখ টাকা দিছি। জমি বেচা আরও এক লাখ টাকা আমার কাছে আছে জানতে পেরে মিন্টু সেই টাকার জন্য সাথীকে চাপ দেয়। টাকা না পেয়ে মিন্টু বড় বউ ও ছেলেকে নিয়ে আমার মেয়েকে হত্যা করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন