হোম খুলনাযশোর মনিরামপুরে সার্বিক পরিস্থিতি নিয়ে যশোর জেলা প্রশাসকের মতবিনিময়

মনিরামপুরে সার্বিক পরিস্থিতি নিয়ে যশোর জেলা প্রশাসকের মতবিনিময়

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। এ সময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান, জমিয়াতের কেন্দ্রীয় নেতা রশিদ বিন ওয়াক্কাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফায়াজ আহমেদ ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহসভাপতি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সন্তোস স্বরসহ প্রমুখ। মতবিনিময় শেষে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন