হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মানুষের ঢল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার যশোরের মনিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী ও স্মরনসভা পালিত হয়েছে। থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলিয় কার্যালয়ের পাশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে গতকাল মনিরামপুরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। অনুষ্ঠানস্থল ও তার আশপাশে লোকে লোকারন্য হয়ে পড়ে। স্মরনসভা হলেও তা জনসভায় রুপান্তরিত হয়।

থানা বিএনপির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্মরন সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জুলফিকার আলী ভূট্টো, জামশেদ আলী, ফারুক হোসেন, খান শফিয়ার রহমান, সন্তোষ স্বর, ভোজগাতী বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার দফাদার, নেহালপুর বিএনপির সাধারন সম্পাদক খলিলুর রহমান, চালুয়াহাটি বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, মুক্তার হোসেন, ইমরান নাজির, মিজানুর রহমান, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান, জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুন্নাহার প্রমুখ। স্মরনসভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মফিজুর রহমান। পরে তাবারক বিতরন করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন