মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মণিরামপুরে গরিব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলার আগরহাটি গ্রামে বিভিন্ন এলাকার ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। একই সাথে তিনজন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন এস এম ইয়াকুব আলীর পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জবেদ আলী সরদার, সাবেক কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, সাবেক ইউপি সদস্য ফরিদ হোসেন, মহিলা সংরক্ষিত সদস্য শিউলী বেগম, থানার এএসআই পারভেজ হোসেন, সংবাদকর্মী আব্দুল্লাহ সোহান, ব্যবসায়ী জিয়াউর রহমান, রিপন হোসেন, আতিয়ার রহমান, সাদ আল নাঈম, রায়হান আহম্মেদ দ্বীপ প্রমুখ।
শীতবস্ত্র কম্বল পেয়ে দরিদ্র বৃদ্ধা মরিয়ম বিবি বলেন, আমি খুব গরীব মানুষ। টানা শীতে গায়ে দেয়ার মতো আমার কিছুই ছিল না। ইয়াকুবের দেয়া শীতবস্ত্রটিতে এবার হয়তো শীতের হাত থেকে রক্ষা পাবো।
এস এম ইয়াকুব আলী বলেন, বিশ্বাস করি মানবসেবা পরম ধর্ম, এ ব্রতকে সামনে নিয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই শ্রেয়। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারি।