হোম খুলনাযশোর মনিরামপুরে শারদীয় দুর্গাপূজা  সুষ্ঠুভাবে উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

মনিরামপুরে শারদীয় দুর্গাপূজা  সুষ্ঠুভাবে উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

কর্তৃক Editor
০ মন্তব্য 75 ভিউজ
রিপন হোসেন সাজু:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপন এবং পূজা মন্ডপে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে যশোরের মনিরামপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মনিরামপুর উপজেলা প্রশাসন সভার আয়োজন  করে। মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমানের  সভাপতিতে সভায় বক্তব্য রাখেন মনিরামপুর থানার ওসি তদন্ত মোঃ বদরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফজলুল হক, মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মনিরামপুর উপজেলা শাখার আহবায়ক বিএনপি নেতা সন্তোষ স্বর, মনিরামপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী বসুসহ আরো অনেকে। এসময়  প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় পূজা মন্ডপের আয়োজকরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তুতির কথা তুলে ধরেন। বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ, যানজট নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য বাড়তি নিরাপত্তার বিষয়ে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সভায় মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সর্বজনীন উৎসব। এ উৎসব সুষ্ঠুভাবে উদযাপনে সবার সহযোগিতা প্রয়োজন। সভার সভাপতি মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির এক মিলনমেলা। এই উৎসব যাতে নির্বিঘেœ পালিত হয়, সেজন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, প্রতিটি পূজামন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক টহলে থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মন্ডপ গুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগের ওপরও জোর দেওয়া হয়। সভায় বক্তারা পূজা উদযাপনকে শান্তিপূর্ণ, সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা বাহিনী মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি জোরদার করার বিষয়ে আশ্বস্ত করেন। এছাড়াও বিদ্যুৎ, পানি ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, পূজার আগে থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারি করা হবে। এছাড়াও, জরুরি প্রয়োাজনে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর চালু করা হবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন