মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধারেখে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তার মো: সম্রাট হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ওসি রজিউল্লাহ খান পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি ব্যানারে যশোর-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো: ইকবাল হোসেন ও উপজেলা জামায়াত ইসলামীর নেতৃত্বে অ্যাডভোকেট গাজী এনামুল হক। এছাড়াও উপজেলা-পৌর বিএনপির ও জামায়াত ইসলামীর ব্যানারে পৌর শহরের মেইন সড়কে দুটি বিজয় র্যালি প্রদর্শন করে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালিত হয়। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তপধ্বনির মাধ্যমে শুভ সূচনা করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মনিরামপুর সরকারি কলেজ, মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ, মনিরামপুর সরকারি বালক বিদ্যালয়, মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন, মনিরামপুর প্রেসক্লাব, দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপজেলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লেপ্রদর্শনী, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান, আলোচনা অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগীতা-পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: সম্রাট হোসেন সভাপতিত্ব করেন। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো: ইকবাল হোসেন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, ইসাহাক আলীসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,শিক্ ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
