মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুরের কুলটিয়ায় মুক্তিযোদ্ধা সত্যরঞ্জন বিশ্বাসের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার সাংবাদিক উৎপল বিশ্বাসের বড় চাচা। বৃহস্পতিবার এ উপলক্ষে লখাইডাঙ্গা গ্রামে তাঁর নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে এলাকার দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সন্ধ্যায় তাঁর স্মৃতির উদ্দেশ্যে প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন ও প্রসাদ বিতরণ করা হয়। তিনি ১৯৭১ সালে ভারতের আসামের তেজপুর সেলুন বাড়ি ক্যান্টমেন্টন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে ৮ নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি লখাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সৈনিক ২০০৯ সালের ২৭ অক্টোবর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
