হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে মায়ের ওপর অভিমানে কিশোরীর আত্মহত্যা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

মনিরামপুরে মোবাইলফোন কেড়ে নেওয়ায় মায়ের ওপর অভিমান করে কীটনাশক জাতীয় গ্যাস ট্যাবলেট খেয়ে আম্বিয়া খাতুন নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। আর এ ঘটনা ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে। আম্বিয়া খাতুন উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। এ ঘটনায় শনিবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

খেদাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সমেন বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে আম্বিয়া খাতুন লেখাপড়া না করে মোবাইল ফোন ব্যবহার করছিল। বিষয়টি তার মা জোহরা খাতুন টের পেয়ে আম্বিয়ার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে তাকে বকাঝকা করেন। এতেই সে অভিমান করে রাত সাড়ে ৭টার দিকে কিটনাশক জাতীয় গ্যাস ট্যাবলেট খায়। পরে আম্বিয়া অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন