হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মনিরামপুর(যশোর)প্রতিনিধি :

যশোরের মনিরামপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দরুন জরিমানা করেন। সোমবার দুপুরে পৌরশহরের গাজী ফার্ম এন্ড ফার্মার্স এবং নিউ রাজিয়া হোটেলে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদলতের নেতৃত্বে থাকা সহকারি কমিশনার(ভূমি) পলাশ দেবনাথ জানান, প্রথমে পৌরশহরের রাজগঞ্জ মোড় সংলগ্ন গাজী ফার্ম এন্ড ফার্মার্সে অভিযান চালান হয়।

এসময় বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় তেল আমদানিকারক এ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তিতে সোনালী ব্যাংকের পাশে নিউ রাজিয়া হোটেলে অভিযান চালানো হয়।

সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ বিদ্যমান সহ বিভিন্ন অনিয়মের কারনে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সাহাদাত হোসেন, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন