হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানার দন্ড

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

মনিরামপুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানার দন্ড প্রদান করা হয়েছে। এ সময় এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধারপূর্বক তা জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আদালত সুত্রে জানা যায়, শনিবার (৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান মণিরামপুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী লাইসেন্স নবায়ন ব্যতীত মৎস্যখাদ্য বিক্রয়ের অপরাধে মেসার্স মোড়ল ট্রেডার্সকে ৩হাজার টাকা জরিমানার দন্ড প্রদান করা হয়। অপর দিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে মুসলিম স্টোরকে ২হাজার টাকা জরিমানার দন্ড প্রদান করা হয় এবং সমুদয় অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ ছাড়া একই সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ষষ্ঠী কুন্ডু স্টোরে অভিযান চালিয়ে ওজনে তরমুজ বিক্রির দায়ে ১০হাজার টাকা এবং মূল্য তালিকা বিহীন চাউল বিক্রির দায়ে তন্বী রাইচ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানার দন্ড প্রদান করা হয়।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় চক্রবর্তী, ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহাকারী সাইফুল ইসলামসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে আদালত সুত্রে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন