মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে ভেজাল গো-খাদ্য তৈরিকালে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার রাত ৮টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হরেকৃষ্ণ অধিকারী ভেজাল প্রস্তুতকারী মালিক মফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর শহরের সরদার বাড়ি মসজিদের পাশে একটি ঘরভাড়া নিয়ে মফিজুর রহমান নামের এক চাল ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভেজাল গো-খাদ্য তৈরি করে বসুন্ধরা কোম্পানির বস্তা ও লোগো ব্যবহার করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে ওই ঘরে অভিযান চালিয়ে খাদ্য তৈরির সময় তিন শ্রমিকসহ হাতেনাতে ধরা পড়ে।
এ সময় মালিক মফিজুরকে ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। ধানের কুড়া, আটা এবং ভূষি মিশ্রণ করে বসুন্ধরা কোম্পানির বস্তাজাত করছিল। ১৪ বস্তা ভেজাল গো-খাদ্যসহ তাদেরকে আটক করে জরিমানা করা হয়।
