মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহŸান জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে মনিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাসনিম হাসান বর্ষা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বর্ষা বলেন, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুর শাখার ওয়ার্ড ও ইউনিয়ন প্রতিনিধি নিয়ে ৭৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আন্দোলন ও স্বৈরাচারের পতনের পর সংস্কার কাজে যুক্ত থাকা ৯০ শতাংশ শিক্ষার্থী এ কমিটিতে স্থান পেয়েছে। কিছু নাম বিতর্কিত হওয়ায় তাদেরকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কিছু সুবিধাভোগী এবং আন্দোলনে ভিন্ন চরিত্র ধারণ করা ব্যক্তি, যারা আন্দোলনে উপস্থিত থাকলেও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মকান্ডে অংশ নেয়নি, তারা এই কমিটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত থেকে মনিরামপুর বাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহŸান করছি। সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসাইন ইকবাল সানি, শরীফ মাহমুদ, তাজওয়ার তাহমিদ, নাসিমুল বারী সাইমুম,তারেক জাবের, শাকিব খান, রিয়াদ হোসেন,সানজিদা আক্তার সোনিয়া, আফরিন সুলতানা আনিকা, ফারহানা আক্তার ভাবনা, রামিসা ইসলাম, ফারানা ইয়াসমিন, শম্পা খাতুন প্রমূখ।