হোম খুলনাযশোর মনিরামপুরে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার নারী শ্রমিক ,আটক দুই ধর্ষক

মনিরামপুরে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার নারী শ্রমিক ,আটক দুই ধর্ষক

কর্তৃক Editor
০ মন্তব্য 19 ভিউজ
মনিরামপুর (যশোর)প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। নির্যাতনের ওই নারী নওয়াপাড়ার জে.জে.আই জুট মিলে শ্রমিকের কাজ করেন। শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত থাকায় নিজ এলাকা থেকে দুই ধর্ষককে আটক করেছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ওই নারী শ্রমিক ধর্ষণের শিকার হন। আটকৃকতরা হলো উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদারের ছেলে আব্দুল হালিম সরদার (২৪) এবং একই গ্রামের হাদিউজ্জামানের ছেলে হাবিবুল্লাহ (২৩) নির্যাতনের শিকার ওই নারী শ্রমিক জানায়, ঘটনার দিন বিকেলে বিকাশে টাকা পাঠাতে কালিবাড়ি বাজারে যান। সেখানে মিলে যাতায়াতের সুবাদে পূর্ব থেকে পরিচিত বাসের (শ্রমিক বহনকারি বাস) হেলপার সবুজ হোসেনের সাথে দেখা হয়। স্থানীয় সোহান নামের এক ভ্যানযোগে সুবজ হোসেন ও ওই নারী তাদের বন্ধু ইমরানের সাথে দেখা করতে যাওয়ার পথিমধ্যে মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের সামনে পৌছালে অভিযুক্ত দুই ধর্ষক হালিম সরদার ও হাবিবুল্লাহ তাদের গতিরোধ করে। এসময় দুই ধর্ষক ওই নারী ও সুবজ হোসেনকে অনৈতিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি করে। এরপর সবুজকে সাথে নিয়ে হাবিবুল্লাহ টাকা আনতে যায়। টাকা না পাওয়া পর্যন্ত ওই নারী শ্রমিককে আটকে রাখে সাঈদ হোসেন। হাবিবুল্লাহ ফিরে এসে রাত সাড়ে ১০ টার দিকে ওই নারীকে নিয়ে একই গ্রামের সামাদ হোসেনের বাগানে হালিম সরদার ও হাবিবুল্লাহ ধর্ষণ করে। ঘটনা জানজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই ধর্ষককে খুজতে থাকে। জানতে পেরে উপজেলার নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ নূর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করে। নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজন আটক হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন