রিপন হোসেন সাজু:
যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে মহান মে দিবস পালিত হয়। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, শ্রমিক দল, ইমারত শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক, স্টীল শ্রমিক, ভ্যান-রিকসা শ্রমিক, ট্রাক চালক সমিতি, শ্রমিক কল্যান ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী শেষে জেলা পরিষদের মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। সহকারি অধ্যাপক মুহিব বুল্লাহ মনুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী, উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন, জেলা সদস্য মোহাম্মদ মুছা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমীর সিনিয়র প্রভাষক ফজলুল হক, মাওলানা মহিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাসিমুল বারী সায়মুম প্রমুখ। উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্নাঢ্য র্যালী শেষে নারকেল বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে র্যালী শেষে বিএনপির দলিয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। খান শফিয়ার রহমানের সঞ্চালনায় অন্যান্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, নাজমুল হক লিটন প্রমুখ।