মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামীকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। শনিবার রাতে নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আতিকুজ্জামান ও এ এস আই শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, নেহালপুর এলাকার বালিধা গ্রামের মৃত ডাঃ আনোয়ার হোসেনের ছেলে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর রহমান (সবুজ) । ওয়ারেন্ট ভুক্ত অন্য আসামীরা হলেন, উপজেলার কুলটিয়া গ্রামের নন্দলাল মন্ডলের ছেলে প্রশন্ন মন্ডল, সুজাতপুর গ্রামের নারায়ন চন্দ্র মল্লিকের ছেলে হরিচাদ মল্লিক, বালিধা গ্রামের সাহেব আলীর ছেলে হাফিজুর রহমান ও কপালিয়া গ্রামের মৃত হামিদ তরফদারের ছেলে তালেব তরফদার।
নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুজ্জামান বলেন, চেক জালিয়াতির মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর রহমান (সবুজ) সহ নেহালপুর এলাকার বিভিন্ন গ্রামে শনিবার রাতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের রোববার সকালে আদালতে চালান দেওয়া হয়েছে।