হোম খুলনাযশোর মনিরামপুরে বিএনপির যৌথ সভায় গুরুত্বারোপ ভেদাভেদ ভূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

মনিরামপুরে বিএনপির যৌথ সভায় গুরুত্বারোপ ভেদাভেদ ভূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলহাজ্জ্ব শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলু, আলহাজ্জ্ব মোহাম্মদ মুছা ও সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, অধ্যাপক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। যৌথ সভায় অংশ নেন সকল ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ। যৌথ সভার প্রধান অতিথি জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, দলের ভেতর নেতৃত্বের প্রতিযোগীতা থাকতে পারে কিন্তু কোন অবস্থাতেই গ্রæপিং করা যাবেনা। নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে আসন্ন সংসদ নির্বাচনে দলের প্রার্থী (মনোনয়ন) হওয়া দুষ্কর হয়ে পড়বে। ফলে দলের স্বার্থে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। তিনি হুশিয়ারি উচ্চারন করে আরো বলেন, চাঁদাবাজী সন্ত্রাসী অথবা দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোন কর্মকান্ডে জড়িত হলে দলের কাউকে ছাড় দেওয়া হবেনা। যৌথ সভার আগে আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব উদযাপন উপলক্ষে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে বিএনপির পক্ষ থেকে বিশেষ মত বিনিময় করা হয়। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলার ৯৮ টি মন্ডপের নেতৃবৃন্দের কাছে নগদ অর্থ তুলে দেন। এছাড়াও নির্বিঘেœ দূর্গোৎসব পালনে সার্বিক সহযোগীতার আশ^াস দেওয়া হয়। এ সময় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সন্তোষ স্বর, সদস্য সচিব সন্তোস রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু, সাধারন সম্পাদক তরুন কুমার শিল প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন