হোম খুলনাযশোর মনিরামপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

মনিরামপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ
মনিরামপুর (যশোর)প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বাষিকী পালন উপলক্ষে শোভাযাত্রা র‌্যালি ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা বিএনপির ও একাদশ সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন ও মোহাম্মাদ মুছার নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা র‌্যালিটি মেইন সড়কে হয়ে দলিয় কার্যালয়ে শেষ হয়।
এরআগে দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতা কর্মী সমর্থকেরা পৌশহরের উপজেলা পরিষদের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকে। এসময় পৌর শহরে যনজট মুক্ত করতে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে। বিকাল ৪টার পর আগত নেতা-কর্মীরা সমর্থকেরা আলোচনা সভার পর বাদ্যযন্ত্র ও রং বে রংয়ের ব্যানার ফেষ্টুন নিয়ে অংশ গ্রহনে এক আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর মাথায় দলিয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
এর আগে দলিয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক জনপ্রিয় পৌরমেয়র যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট শহীদ মো: ইকবাল হোসেন। এ সময় তিনি বলেন,পলাতক ফ্যাসিষ্ট হাসিনা সরকারের দোসররা মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তাদের দোসররা আগামী সংসদ নির্বাচন ভন্ডুল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল অপচেষ্টা রুখে দিতে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের সজাগ থাকার আহব্বান জানান। তিনি আরো বলেন,দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সৈনিকদেরকে সর্বদা রাজপথ ও মাঠে ময়দানে প্রস্তুত থাকতে হবে। যেন কোন অপশক্তিই আগামী সংসদ নির্বাচন বাধাগ্রস্থ করতে পারবে না।
পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, জেলা সদস্য মোহাম্মাদ মুছা, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান,অ্যাডভোকেট মকবুল ইসলাম, মুজিবুর রহমান, গাজী আব্দুল সাত্তার, সাধারন সম্পাদক
আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, পৌর সাধরন সম্পাদক আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আক্তার ফারুক মিন্টু, সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, জুলফিকার আলী ভুট্রো,উপজেলা যুবনেতা রিয়াদ হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন, আইযুব আলী সদস্য সচিব সাইদুর রহমান, পৌর আহবায়ক আব্বাস উদ্দিন, ও ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন