মনিরামপুর প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মেসার্স গোল্ড ব্রিকস্ নামে একটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে ও জেলা প্রশাসকের নির্দেশে এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক এবং মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। অভিযানে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, ‘চালুয়াহাটি ইউনিয়নের অবস্থিত মেসার্স গোল্ড ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নেই। দীর্ঘদিন ধরে নিয়মনীতি না মেনে অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করা হচ্ছিল। জেলা প্রশাসকের নির্দেশে মনিরামপুর উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’