রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):
মনিরামপুরে আওয়ামী লীগের দুঃসময়ের নেতা অসিত কুমার দেবনাথ আর নেই। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ ও সংবাদপত্র পরিবেশক কমিটির সাধারণ সম্পাদক পরেশ দেবনাথের বাবা। শনিবার ভোর ৪ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ি পৌর এলাকার গাংড়া গ্রামে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুপুর ১২ টার দিকে গাংড়া মহাশ্মশানে নিয়ে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তার মৃত্যুর খবর পেয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসরাম মিলন, জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন লাভলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এসএম ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী বাসভবন ও গাংড়া মহাশ্মশানের শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মৃতের আত্মার শান্তি কামনায় বিবৃতি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেনসহ নেতৃবৃন্দ, সংবাদপত্র পরিবেশ কমিটির সভাপতি হযরত আলীসহ নেতৃবৃন্দ।