হোম খুলনাযশোর মনিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য- ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, শুধুমাত্র পড়া-শোনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জীবনের পরিপূর্ণতা আসবে না। তাদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিভিন্ন জ্ঞানের চর্চা, সাংস্কৃতিক কর্মকান্ড, সামাজিক দায়িত্ব পালন করতে হবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাই শামিল হয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সবাইকে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান করেন। প্রতিমন্ত্রী শুক্রবার বিকেলে উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজ মাঠে ভাই ভাই স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

গোপালপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ সরকার সবসময় খেলাধূলার প্রতি গুরুত্ব দেয়। কারণ এর মাধ্যমে আগামীর নাগরিকরা যেন যোগ্য হয়ে গড়ে উঠতে পারে। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়ে ছিলেন বলেই স্বাধীন দেশে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। খেলাধুলার মধ্যদিয়ে দেশের যুবসমাজ মাদকমুক্ত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। একইসঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় শিশুদের অধিক হারে যুক্ত রাখার মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির থেকে দূরে রেখে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। খেলাধুলা করলে মাদক থেকে দুরে থাকবে যুব সমাজ। তাই এই উপজেলায় খেলাধুলা চলমান রাখতে হবে। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ও উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দেয়া নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসাবে বক্তৃতা রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান ও বিশিষ্ট শিল্পপতি সিআইপি চৈতন্য কুমার দে চয়ন। ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মো: মিজানুর রহমান, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বশির আহম্মেদ খান, বরুন ভট্টাচার্য্যসহ প্রমুখ।

উক্ত খেলায় গোপালপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব ১-০ গোলে পায়রা ইসমাইল ফুটবল একদশকে হারিয়ে বিজয় অর্জন করেন। সন্ধ্যার পর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি উপজেলার হাজিরহাট বাজারে হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নৌকা প্রতীকের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর লিটন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন