রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি শনিবার বিকালে মনিরামপুর উপজেলা বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। তিনি ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা খেদাপাড়া ইউনিয়নের গরীবপুর শ্মশানের উন্নয়ন মূলক কাজ, ভবদহ পানি নিষ্কাশনের জন্য বিএডিসির সেচ প্রকল্প, নেহালপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাদের সাথে মতবিনিময় ও গোপালপুর বাহিরঘরিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করাসহ উন্নয়ন মূলক কাজের খোঁজ খবর নেন।
এ সকল উন্নয়নমূলক কাজের পরিদর্শনের প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরমেয়র কাজী মাহমুদুল হাসান, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌরমেয়র এনামুল হক বাবুল, নেহালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান, খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, জেলা পরিষদের সদস্য তাসরিন সুলতানা শোভা, খানপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, প্রভাষক অজয় কুমার রায়, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, কামরুজ্জামান কামরুল, ডাঃ আতিউর রহমানসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।