হোম খুলনাযশোর মনিরামপুরে পেশাজীবিদের সাথে মতবিনিময় সভায় এ্যাড.গাজী এনামুল হক

মনিরামপুরে পেশাজীবিদের সাথে মতবিনিময় সভায় এ্যাড.গাজী এনামুল হক

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোর-৫ মনিরামপুর আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক বলেছেন, চাঁদাবাজ, দুর্নীতি ও পেশীশক্তি প্রভাবমুক্ত নির্বাচনের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের শাসন ব্যবস্থায় আর কখনো ফ্যাসিজমের সৃষ্টি হবে না। দেশের কল্যাণকর যে কোন সিদ্ধাতে ছোট-বড় সব রাজনৈতিকদলের মতামতের গুরুত্ব থাকবে। রোববার মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর শাখার আয়োজনে দলটির কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের উপজেলা শাখার আমীর সহকারি অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মনিরামপুর পৌর মেয়র প্রার্থী মাওলানা মহিউল ইসলাম, ইসলামী আন্দোলনের বাংলাদেশের উপজেলা শাখার আমীর ইবাদুল ইসলাম মনু, সংগঠনের উপজেলা নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী। উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও পেশাজীবি ফোরামের সভাপতি আবু সালেহ মোঃ উবায়দুল্লাহের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা বোরহান উদ্দীন, মাওলানা মোজহার আলী, মাওলানা আহম্মদ আলী, মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শরিফুল ইসলাম, পৌর আমীর সহকারি অধ্যাপক আব্দুল বারী প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন