হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে পেট্রোল পাম্পের বিরুদ্ধে তেল কম দেওয়ার অভিযোগ, দুই পাম্প মালিককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :

যশোরের মনিরামপুরে পেট্রোল পাম্প সমুহের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তেল কম দেওয়ার অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার বিকেলে মনিরামপুর পৌরশহরে দুইটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে হাতেনাতে তেল কম দেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছেন। ফলে পাম্প দুইটিতে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে অধিক বেশি কম দেওয়ার অভিযোগে অর্থদন্ডের পাশাপাশি একটি পাম্পে পেট্রোল বিক্রি করা অস্থায়ীভাবে নিষেধাঙ্গা জারী করা হয়েছে।

জানা যায়, মনিরামপুর উপজেলায় মোট চারটি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে পৌরশহরে রয়েছে মেসার্স জিএন ফিলিং ষ্টেশন, মেসার্স মনিরামপুর ফিলিং ষ্টেশন ও তানিয়া এলপিজি ফিলিং ষ্টেশন। অপরটি রয়েছে রাজগঞ্জ বাজারে মেসার্স রাজ ফিলিং ষ্টেশন। তবে পাম্পসমুহের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের অভিযোগ ছিল ওজনে কম দেওয়ার। ফলে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) আলী হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে প্রথমে পৌরশহরের গরুহাট মোড়ে মেসার্স জিএন ফিলিং ষ্টেশনে অভিযান চালান। এসময় ফিলিং ষ্টেশনের মালিককে পাওয়া না গেলেও সেখানে উপস্থিত ছিলেন ম্যানেজার অসিম কুমার ঘোষ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী হোসেন জানান, অভিযানে তেল পরিমাপ করে ডিজেল ও পেট্রোল ওজনে মাত্রাতিরিক্ত কম দেওয়ার অভিযোগ হাতেনাতে প্রমান পাওয়া যায়। ফলে জিএন ফিলিং ষ্টেশনকে পেট্রোল বিক্রির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে মনিরামপুর ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে মেশিনের ডিসপেনসিং ইউনিটের ফ্লোকন্ট্রোলিং ডিভাইসের সিল না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে এসময় অন্যান্যের মধ্যে অংশ নেন বিএসটিআইয়ের পরিদর্শক আলী হাসান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন