মনিরামপুর(যশোর)প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে পিকআপের চাপায় আব্দুল মজিদ (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন গাজীর ছেলে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যশোরমুখী মাছবাহী পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে ইজিবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা চালক আব্দুল মজিদকে বিদ্যালয়ের প্রধান গেটের সাথে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় পিকআপে থাকা আব্দুর রহমান (৪০), বিল্লাল হোসেন (৪৫) ও অপর অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল মজিদের মৃত্যু হয়। অপর আহতরা হলেন, একই উপজেলার বাঙ্গালিপুর গ্রামের বিল্লাল হোসেন ও আব্দুর রহমান। তবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী জানান, এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ করা হয়নি।