মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুরে শুক্রবার পথে পথে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির হাজারো নেতাকর্মী যশোরের কর্মসুচিতে যোগদান করেন।
বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যশোরের কর্মসূচিতে অংশ নিতে মনিরামপুর উপজেলার বিভিন্ন্ প্রান্ত থেকে শুক্রবার জুম্মার নামাজের পর নেতাকর্মীরা যানবাহনযোগে রওনা হলে মোড়ে মোড়ে পুলিশি বাধার সম্মুখিন হয়।
অভিযোগ রয়েছে এসময় পুলিশ কাগজপত্র দেখার নামে যানবাহন আটকিয়ে অন্তত ১৫ টি বাসের চাবি নিয়ে নেয়। প্রতিবাদে হাজার হাজার নেতাকর্মীরা পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বিকেল চারটার পর বিকল্পভাবে নেতাকর্মীরা যশোরের কর্মসুচিতে অংশ নেয়। থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন জানান, বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যশোরের কর্মসুচিতে অংশ নিতে শুক্রবার জুম্মার নামাজের পর পৌরশহরসহ রাজগঞ্জ, মশ্বিমনগর, হরিহরনগর, খেদাপাড়া, চালুয়াহাটি, রোহিতা, ঢাকুরিয়া, শ্যামকুড়, কাশিমনগরসহ বিভিন্ন স্থান থেকে শতাধিক যানবাহনযোগে নেতাকর্মীরা রওনা হয়।
পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম অভিযোগ করেন দুপুর দুইটার দিকে পুলিশ পৌরশহরের মহিলা কলেজ মোড়, গরুহাট মোড়, থানা মোড়, রাজগঞ্জ মোড়, মনিরামপুর সরকারি কলেজ মোড়ে অবস্থান করে নেতাকর্মীদের বহনকৃত যানবাহনের কাগজপত্র দেখার নামে আটকিয়ে দেয়।
এ সময় পুলিশ অন্তত ১৫ টি বাসের চালকের কাছ থেকে চাবি নিয়ে নেয়। ফলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশি হয়রানির প্রতিবাদে এসময় নেতাকর্মীরা মহিলা কলেজ মোড়সহ বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল সহকারে দলিয় কার্যালয়ের সামনে অবস্থান করেন।
এক পর্যায়ে সেখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন, নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান প্রমুখ । পরে বিকেল চারটার দিকে নেতাকর্মীরা বিকল্পভাবে যশোরের কর্মসুচিতে অংশ নেন। তবে পুলিশি বাধা ও হয়রানির অভিযোগ অস্বীকার করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করেছে মাত্র।