মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
গত তিনমাসেও খোঁজ মেলেনি মামুন হোসেন (১০) নামের এক শিশুর। ওই সময় ভ্যানযোগে ঢাকুলিয়া বাজার হতে মনিরামপুর বাজারের উদ্দেশ্যে গিয়ে আর বাড়ি ফেরেনি মামুন হোসেন। মামুন মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের শিমুল হোসেনের ছেলে। আত্বীয়-স্বজনসহ সম্ভাব্য সবখানে খোজাখুজির পরও তার সন্ধান মেলেনি। মামুনের পিতা ভ্যান চালক শিমুল হোসেন কান্নাজড়িত কন্ঠে জানান, ছেলে নিখোঁজের পর গত ৩ মাস ধরে আত্বীয়-স্বজনসহ বিভিন্ন যায়গায় খোঁজ খবর নিয়েও ছেলের সন্ধান মেলেনি। স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, আমার গ্রামের শিমুল হোসেনের ছেলে মামুন প্রায় ৩ মাস যাবৎ নিখোঁজ রয়েছে শুনেছি। মামুনের দাদা ইদ্রিস আলী জানান, তার দাদু ভাই মামুন প্রায় ৩ মাস আগে ঢাকুরিয়া বাজার হতে ভ্যানযোগে মণিরামপুরের উদ্দেশ্যে গিয়েছিল। সেই থেকে আজও তার খোঁজ পাওয়া যায়নি। তকোন হৃদয়বান ব্যক্তি মামুনের সন্ধান পেলে এই দুই মোবাইল নম্বরে (০১৭৬০-১০৯৪১১, ০১৭৪৩-৮৮৯৩২৯) যোগাযোগের অনুরোধ করেছেন মামুনের স্বজনরা।