হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে টেগার ষ্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবীতে অভিযোগ মনিরামপুর

মনিরামপুরে টেগার ষ্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবীতে অভিযোগ মনিরামপুর

কর্তৃক Editor
০ মন্তব্য 120 ভিউজ

মনিরামপুর (যশোর)প্রতিনিধি :

মনিরামপুর পৌর শহরের দোলখোলা মোড়ে টেগার ষ্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন রুপালী খাতুন নামের এক টেগার মালিক। টেগার মালিক রুপালী গত মঙ্গলবার এ লিখিত অভিযোগ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম ওই অভিযোগ পত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

রুপালীর অভিযোগ পত্র সূত্রে জানাযায়, দূর্গাপুর গ্রামের মৃত. লুৎফর মোল্যার ছেলে রবিউল ইসলাম রবিসহ ৫ থেকে ৬ জন যুবক মিলে রুপালী খাতুনের নিকট ৩০ হাজার টাকা দাবী করেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, রবিসহ ওই যুবকদয় টেগার ষ্ট্যান্ডে বসে প্রতিদিন গাড়ী প্রতি নির্ধারিত একটি চাঁদা তুলছেন। বিষয়টি নিয়ে রুপালীসহ টেগার মালিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক চাঁদাবাজি বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে অভিযোগ পত্র দাখিল করেছেন। অভিযোগকারী টেগার মালিক রুপালী দূর্গাপুর গ্রামের মৃত. শহিদুল ড্রাইভারের মেয়ে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের কাজে চারদিন ব্যস্ত থাকার কারণে এ বিষয়ে অভিযোগ পত্র আমার হাতে পৌছায়নি। তবে, অভিযোগ পত্র হাতে পেলে তদন্ত পূর্বক অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন