মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা অনুষ্ঠান গ্রহণ করেছে। বুধবার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে কমপ্লেক্স অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাইয়াজ আহমদ ফয়সালের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার রুহুল আমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর থানার ওসি (তদন্ত) মোঃ বদরুজ্জামান, সিনিয়র কনসালটেন্ট ডাঃ খালেদুজ্জামান মুজাহিদ,ডাঃ জেসমিন সুমাইয়া,ডাঃ সুদীপ্ত সেন,মনিরামপুর সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম তালুকদারসহ আরো অনেকে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বার্তাসমূহ হলো- পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখতে সচেষ্ট থাকুন, খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। প্রধান অতিথির বক্তব্যে নিয়াজ মাখদুম পুষ্টিকর খাদ্যাভ্যাস গঠন, শিশু ও মায়ের পুষ্টি নিরাপত্তা এবং সুস্থ জীবনে সুষম খাদ্যের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “দারিদ্র্য, অজ্ঞতা ও অসচেতনতার কারণে অনেকেই পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুষ্টি সংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।