হোম খুলনাযশোর মনিরামপুরে চাল চুরির মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান বাচ্চু সহ চারজন কারাগারে

মনিরামপুরে চাল চুরির মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান বাচ্চু সহ চারজন কারাগারে

কর্তৃক Editor
০ মন্তব্য 194 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে ত্রাণের  ৫৪৯ বস্তা চাল চুরি মামলায় সেই আলোচিত উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ চারজন আদালতে আত্মসমর্পন করেছেন। বৃহস্পতিবার তারা আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যআসামিরা হলেন, মনিরামপুর উপজেলার বাঙ্গালপুর গ্রামের বিলায়েতের ছেলে শামীম হোসেন, জুড়ানিপুর গ্রামের আব্দুল কুদ্দুস, হাকোবা গ্রামের শওকত আলীর ছেলে আজিম হোসেন।
রোববার সকাল ১১টার দিকে যশোর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২০ সালের ৪ এপ্রিল খুলনার মহেশ্বরপাশা থেকে যশোরের মনিরামপুরের উদ্দেশে পাঁচ ট্রাক সরকারি ত্রাণের চাল আসে। যার মধ্যে এক ট্রাক চাল গোডাউনে লোড না দিয়ে স্থানীয় ভাই ভাই রাইস মিলে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচশ’ ৪৯ বস্তা চাল উদ্ধার এবং মিল মালিক ও ট্রাক ড্রাইভারকে আটক করে। এই চালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এসআই তপন কুমার সিংহ বাদী হয়ে কালোবাজারির মাধ্যমে চাল মজুদের অভিযোগে তাদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেন। এই ঘটনায় আটক দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ওই জবানবন্দিতে তারা মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ কয়েকজনের নাম প্রকাশ করে। তদন্ত শেষে ওই ছয়জনকে অভিযুক্ত করে যশোর আদালতে এই চার্জশিট দাখিল করেন। পরে আদালতে আত্মসমর্পন করেন বাচ্চু। এরপর জামিনে বের হয়ে ফের আত্মগোপনে চলে যান তিনি। সর্বশেষ বৃহস্পতিবার এ ঘটনার সাথে জড়িত চারজন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন