মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে রহিমা বেগম (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ রোববার সকালে উপজেলার পোড়াডাঙা থেকে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রহিমা ওই গ্রামের ইছানুরের স্ত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, রহিমার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। সম্প্রতি তিনি বরুন দত্ত নামে এক যুবকের সাথে পরকিয়ায় জড়ান। গতকাল শনিবার রাতে বরুন ওই নারীর ঘরে আসেন। তখন স্থানীয়রা তাদের দুই জনকে ধরে মারপিট করে বরুনকে ধরে আটকে রাখে। এরপর লজ্জায় গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে রহিমা। খবর পেয়ে আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গেলে বরুনকে তাদের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে রহিমার ভাই আব্দুল্লা বাদী হয়ে ৪ জনের নামে মামলা করেছে।
মনিরামপুর থানার এসআই মহসীন বলেন, আটক বরুনের সাথে রহিমার পরকিয়া আছে। এ অভিযোগ এনে শনিবার রাতে স্থানীয়রা গৃহবধূ রহিমাকে বকাঝকা করেছে। পরে লজ্জায় তিনি আত্মহত্যা করেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গৃহবধূর ভাই মামলা করেছেন। স্থানীয়রা বরুন নামে একজনকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে।