হোম খুলনাযশোর মনিরামপুরে গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা আটক

মনিরামপুরে গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 84 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুরে ৩’শ গ্রাম গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের এক নেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকতারা। আটক সোহেল রানা উপজেলা সাতগাতী গ্রামের আব্দুল সালামের ছেলে ও উপজেলা মৎস্যজীবি দলের দুই নম্বর যুগ্ম আহবায়ক বলে জানা গেছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম জানান, সোমবার গোঁপন সংবাদ পান উপজেলার সাতগাতী পশ্চিমপাড়ায় আটক সোহেল রানা স্থানীয়দের কাছে মাদক কারবারী করছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজাসহ কারবারী সোহেল রানাকে হাতেনাতে আটক করা হয়। এরপর তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনোর পর মনিরামপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে আটক সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, মাদক মামলার আসামী সোহেল রানাকে মঙ্গলবার সকালে আদালতে চালান দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন