হোম খুলনাযশোর মনিরামপুরে খাস জমিতে অবৈধ দোকানঘর উচ্ছেদ

মনিরামপুরে খাস জমিতে অবৈধ দোকানঘর উচ্ছেদ

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

মনিরামপুর  প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার কোনাকোলা বাজারে সরকারি খাস জমিতে অবৈধভাবে দখল করে গড়ে তোলা ৫ টি দোকানঘর এক্সকেভেটর দিয়ে দখলদারমুক্ত করে দুই শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে এ উচ্ছেদ অভিযান কার্যক্রম করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। সহকারী কমিশনার (ভূমি) জানান, উপজেলার কোনাকোলা বাজারে সরকারি এক নম্বর খতিয়ানের ২৫৩ দাগে কুশখালি-আসাননগর সড়কের রাস্তা শ্রেণীর প্রায় দুই শতাংশ জমি স্থানীয় মৃত রেজাউল গং দখল করে দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে আসছিল। সোমবার সেই অবৈধ ভাবে দখল করে গড়ে তোলা দোকানঘর গুলো উচ্ছেদ করে দখলদারমুক্ত করা হয়েছে। সেখানে লাল পতাকা ও সাইনবোর্ড দিয়ে সীমানা চিহ্নিত করে দেয়া হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ অভিযানে পিডিবি, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবেন বলে তিনি জানিয়েছেন। উল্লেখ, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে মৃত রেজাউল মাষ্টারের স্ত্রী রহিমা বেগম সরকারী ওই জমি দখল করে এই দোকান ঘর গুলো নির্মাণ করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন